নামঃ আমির হোসেন
গল্পঃ একটা মেয়ের জীবনে প্রথম পিরিয়ড বা ঋতুস্রাব একটি গুরুত্বপূর্ন ঘটনা। কিন্তু আমাদের দেশে ঋতুস্রাবকে এখনও ট্যাবু হিসেবে দেখা হয়। আবার অধিকাংশ মানুষ পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা এড়িয়ে চলে। তার পিরিয়ড ক্লাস সেভেনে থাকাকালীন হয়।রাতের বেলা যখন ঘুমাতে যায় তখনই দেখলো হাফপ্যান্টে রক্ত।ওর মা তখন বাসায় ছিলনা বলে আমাকেই বিষয়টি শেয়ার করে।জানানোর পর আমি ওকে পিরিয়ড এর ব্যাপারে প্রাথমিক ধারণা ও একটি স্যানিটারি ন্যাপকিন দেই।পরদিন সকালে ঘুম থেকে উঠেই ওকে একটি গিফট বক্স দিলাম। সেই গিফট পেয়ে মেয়ে আমার তো মহাখুশি।সেখানে ছোট্ট একটা ক্যালেন্ডার আর কলম,স্যানিটারি ন্যাপকিন,সুতির প্যান্টি ও অনেক চকলেট ছিল। গিফটটি দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে পিরিয়ডের দিন তারিখের হিসেব রাখতে হবে, পিরিয়ডের দিনগুলো যেন গোল দাগ দিয়ে রাখে,এভাবে হিসেব রাখতে সুবিধা হবে। স্কুল ব্যাগে রাখার জন্য ছোট্ট একটা জিপ ব্যাগে একটা প্যাড আর প্যান্টি রাখার বিষয়টিও বুঝিয়ে বলেছি।একটি প্যাড ৬-৮ঘন্টার বেশি ব্যবহার না করার কথাও স্মরণ করিয়ে দেই।তারপর থেকে পিরিয়ড নিয়ে আমার মেয়ের ভয় কেটে গেল। বাবা হিসেবে যদি সেদিন সঙ্কোচ ভেঙে পাশে না থাকতাম তাহলে হয়ত সেও অন্যান্য মেয়ের মত পিরিয়ড নিয়ে লজ্জায় ও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যেতো।