নামঃ Anjan Polash

গল্পঃ "একটি ফার্মেসিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে গিয়ে অনেক নারীদেরকে দেখেছি স্যানিটারি ন্যাপকিন কেনার সময় অনেকটা বিচলিত, তাড়াহুড়া প্রবণ , চিন্তিত। পুরুষদের ক্ষেত্রেও একই অবস্থা। ন্যাপকিনটি অবশ্যই কাগজে মুড়িয়ে পলিথিন কিংবা শপিং ব্যাগে ভরে দিতে হবে তাদের। না হলে নেবে না,মানুষ দেখলে কি ভাববে। এই ক্ষেত্রে আমি সবসময় নারী কিংবা পুরুষ কাস্টমারদেরকে আমার সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি, তারা যেভাবে চেয়েছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে, এটা একটি স্বাভাবিক বিষয় বা ঘটনা। সকল নারীদেরকে তাদের বয়সন্ধিকাল থেকে এই ঘটনার সম্মুখীন হতে হয়। এই সময় যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে কে তাদের পাশে দাঁড়াবে। জয়া স্যানিটারী ন্যাপকিনকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয় নিয়ে এতো গুরুত্ব দেওয়ার জন্য। আশা করছি জয়ার হাত ধরেই সর্বস্তরের মানুষের এই মাসিক বিষয় নিয়ে পরিস্কার জ্ঞান অর্জন করবে। আমি মনেকরি, এভাবেই সব পুরুষের মধ্যে পিরিয়ড নিয়ে আরো বেশি সচেতনতা সৃষ্টি হবে।"

Share